Google pay go india event (collect rare tickets)








এখোনো অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত google pay এর go India event এর সমস্ত টিকিট কালেক্ট করতে পারেননি ।। 
তাই এখানে কিছু উপায় বলা হলো যেগুলো 99% গ্যারান্টি যে আপনি  rare tickets পেয়ে যাবেন ।। তবে এখানে সাধারন উপায়গুলোর কথা বলা হয়নি যেগুলো সবাই জানে- যেমন শেয়ার করা বা বন্ধুকে টাকা পাঠানো,,  এখানে সেই সমস্ত উপায় গুলো বলা হয়েছে যেগুলো বেশিরভাগ জানে না বা use করেনা |||




1) business pay - অধিকাংশজনই জানে না যে go India event এর  rare টিকিটগুলো business payment করেই বেশি পাওয়া যায়।। যেমন swiggy ,Zomato ,ola , uber  etc।।। 

 কিন্তু এগুলো সব সময় possible হয়না তাই এর পরিবর্তে আপনি আপনার বন্ধুর business merchant account এ টাকা pay করতে পারেন যেমন Paytm merchant,  Google pay business , phone pay business, Bharat pay business , rozpey etc

এগুলো তে 30 টাকার উপর টাকা পেমেন্ট করতে হবে । তবে চেষ্টা করবেন বঢড়ো amount pey করার।  এখান থেকে per day 6 টিকিট পাবেন যার বেশিরভাগই rare tickets

বিঃ দ্রঃ -  ****তবে সব থেকে বেশি rare tickets পাওয়া যায় paytm merchant এ পেমেন্ট করে ।।


2) google play redeem code - rare ticket পাওয়ার আরো একটি চমৎকার উপায় হলো google play recharge buy করা।। আপনকে 30 টাকার উপর recharge করতে হবে ।।। এখানে আপনি টিকিট পাবেনই তার সাথে  google pay বর্তমান অফার অনুযায়ী কিছু cashback ও পাবেন। 
 আপনি এই redeem recharge  googleএর  বিভিন্ন সুবিধা গুলো ভোগ করতে খরচ করতে পারবেন যেমন play store এ paid app কিনতে , YouTube premium কিনতে , google drive স্টোরেজ কিনতে ইত্যাদি ।। তাছাড়া আপনি বিভিন্ন গেম এর রিচার্জও করতে পারবেন যেমন free fire

3) আরও কিছু - rare ticket কালেক্ট করার আরো অনেক উপায় আছে তবে সেগুলো একটু ব্যয়বহুল যেমন gold buy  করা অথবা google pay এর partnership business গুলোতে pay করা।।।। এজন্য এগুলো আমি উল্লেখ করলাম না কারণ এখানে আপনারা lose ও হতে পারে।।

তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি google pay তে অনেকটা টাইম দেওয়ার চেষ্টা করবেন কারণ অ্যাক্টিভ user রাই‌ খুব তাড়াতাড়ি টিকিটগুলো পেয়ে যাচ্ছে ।।। তাই আপনি কোনো টিকিট পান বা না পান এই কদিনে আপনি যতগুলো upi transaction  করবেন তার সবগুলোই google pey থেকে করার চেষ্টা করবেন,, তাহলে আপনি tickets গুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।। 💯%


______________________-_-_-_-_-_-_-_-_-__-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

Extra - যাদের go india তে Km কম আছে বা KM অর্জন করতে পারছেন না ।। তারা একটা trick use করতে পারেন যে-  সমস্ত টিকিট সিঙ্গেল সিঙ্গেল visit করার তুলনায় অনেক গুলো টিকিট একসাথে collect করে তারপর visit করতে পারেন তাহলে দেখবেন আপনি অনেক কম KM তেই অনেক জায়গা visit করে নিয়েছেন  

Post a Comment

1 Comments

  1. According to Stanford Medical, It's indeed the SINGLE reason this country's women get to live 10 years longer and weigh on average 42 pounds less than us.

    (By the way, it is not about genetics or some secret-exercise and really, EVERYTHING around "HOW" they are eating.)

    BTW, What I said is "HOW", not "what"...

    Tap on this link to discover if this quick questionnaire can help you unlock your real weight loss potential

    ReplyDelete