নেওয়ার্ক মার্কেটিংয়ের সংক্ষিপ্ত পরিচয়

--------------------------------------------------------------------------
নেওয়ার্ক মার্কেটিংয়ের সংক্ষিপ্ত পরিচয়ঃ


যদি নেটওয়ার্ক শব্দটিকে ইংরেজিতে ভেঙ্গে লিখি তাহলে এমন দাঁড়ায়-
--------------------------------------------------------------------------
(NET+WORK) প্রথম NET অর্থ জাল,WORK অর্থ কাজ। যার সাধারণ অর্থ দাঁড়ায় জালের মত কাজ। অর্থাৎ সমন্বিতভাবে, সংঘবদ্ধ হয়ে কাজ করাকেই নেটওয়ার্ক মার্কেটিং বলে।
অন্যভাবে বললে, যে কাজের মাধ্যমে একবার শ্রম দিয়ে দীর্ঘদিন সুবিধা ভোগ করা যায় তাকে নেটওয়ার্ক মার্কেটিং বলে।

১টি উদাহরণের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছি।
NET বা জাল সম্পর্কে আমরা সবাই জানি। জালের প্রথম বিন্দুর সাথে পরবর্তী প্রতিটি বিন্দু জড়িত থাকে।
প্রথমে একটি গিঁট থেকে ডানে-বামে, নিচে একের পর এক গিঁট পড়তে থাকে। যা এক সময় বিশাল এক জালে পরিনত হয়। এক খন্ড জালের প্রতিটি গিঁট একটির সাথে আরেকটির জড়িয়ে রয়েছে।

নেটওয়ার্ক মার্কেটিংকে আপনি একটি জালের মত কল্পনা করতে পারেন।

এখানে কাজ করা প্রতিটি ব্যক্তি একজন আরেক জনের সাথে জালের মত লেগে আছে।

বিশাল একটি জাল যেমনি ভাবে নদীতে মাছ ধরার জন্য ফেলা হয় এবং কোন না কোন খোপে মাছ আটকা পড়ে, যেখানে প্রতিটি খোপের প্রত্যক্ষ ভূমিকা না থাকলেও পরোক্ষ ভূমিকা থাকে। তাই মাছ ধরার কৃতিত্ব
সম্পূর্ণ জালকেই দেওয়া হয়,যেটা প্রতিটি খোপের সমন্বিত প্রচেষ্টাই বলতে পারি।

মাছটি যেখানেই ধরা পড়ুক না কেন, এটা কিন্তু সেই প্রথম গিঁটের সাথে লেগে অাছে। আবার প্রথম গিঁটে ধরা পড়া মাছটি নিচের গিঁটগুলোর সমন্বিত প্রচেষ্টায় হয়েছে।

তেমনি ভাবে নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রতিটি লোক একজনের কাজের দ্বারা আরেকজন উপকৃত হয়। একজনের কাজ আরেক জনের সাথে জড়িত।

একটি বড়শির কথা ভাবুনঃ যেখানে একবারে শুধুমাত্র ১টি মাছ ধরাই সম্ভব! কিন্তু আপনার স্বপ্ন এক সাথে অনেকগুলো মাছ ধরা। তাহলে আপনাকে অবশ্যই এক সাথে অনেকগুলো বড়শি নদীতে ফেলতে হবে।

অপর পক্ষে একটি মাত্র জাল দিয়েই এক সাথে অনেকগুলো মাছ ধরা সম্ভব।

তেমনিভাবে নেটওয়ার্ক মার্কেটিং হলো এক সাথে অনেক অর্থ উপার্জনের মাধ্যম। কারণ এখানে আপনি একটি জাল তৈরী করবেন। যেখানে একসাথে অসংখ্য মাছ ধরা সম্ভব।

ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।। ধারাবাহিকভাবে পোস্টগুলো পড়তে থাকুন। সবকিছু বুঝতে পারবেন।
--------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------
নেটওয়ার্ক_মার্কেটিং। আপনার স্বপ্ন বাস্তবায়নের শ্রেষ্ঠ মাধ্যম।




Post a Comment

0 Comments