ইমেজ বাজারে বাংলাদেশি ইউজারদের পেমেন্টের বিষয়ে বেশকিছু ইম্পর্টেন্ট কথা ।।
লেখাগুলি পুরোটাই পড়বেন।। পুরোটা পড়ার আগে আগেই যদি টাস্ক কমপ্লিট হয়ে যায় তাহলে এই লিংকটি কপি করুন
https://mlmsahin.blogspot.com/এবং গুগোল এ পেস্ট করুন পরবর্তীকালে ভালো করে পড়ে নিবেন।।।
বাংলাদেশের পেমেন্টে নেওয়ার জন্য এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে -
+91 9382437290
whatsapp group -- https://chat.whatsapp.com/H7L6vHxNBRx2ugfKxoL4am (only for bangali user)
যে সকল বাংলাদেশী মেম্বাররা ইমেজ বাজারে withdraw লাগিয়েছেন অথবা পরবর্তীকালে লাগাবেন তাদের জন্য ।।
বাংলাদেশি মেম্বারদের পেমেন্ট রিলেটেড কয়েকটি কোশ্চেন এবং তার উত্তর দেয়া হলো।।
1.আমরাতো 2 তারিখে উইথড্র লাগিয়েছি এখনো পর্যন্ত পেমেন্ট পাইনি কেন ???
প্রথমত যারা অলরেডি উইথড্র লাগিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত পেমেন্ট পাননি-- তাদেরকে বলে রাখি বাংলাদেশ ইমেজ বাজার লাঞ্চ টাইমে অলরেডি বলা হয়েছিল monthly দুইবার পেমেন্ট দেওয়া হবে 15 তারিখ এবং 30 তারিখ ]] তাহলে আপনারা 15 তারিখ অব্দি অপেক্ষা না করেই এত লাফালাফি করছেন কেন।।।
2.তাহলে কখন একজাক্ট পেমেন্ট পাবো।???
15 তারিখের আগে অব্দি প্রত্যেকেই পেমেন্ট পেয়ে যাবেন কোন সমস্যা নেই ।।
3.পেমেন্টের টাকা এত কম দেয়া হচ্ছে কেন 300 টাকা লাগালে 300 টাকায় পাচ্ছি না কেন।???
প্রথমত উইথড্রো লাগানোর সময় আপনার 255 টাকা লাগছে এবং বাংলাদেশ সার্ভিস অনুযায়ী সেখান থেকে 20% পারসেন্ট চার্জ কাটা হবে ।। আর বাকিটা আপনার নিচে লেগে থাকা ফেক আইডির কারণে কাটা হচ্ছে।। আপনি নিজের আইডিতে নিজেই চেক করুন তাহলে বুঝতে পারবেন আপনার নিচে কত ফেক আইডি লেগে আছে এই কারণে কোম্পানির অতিরিক্ত লস হচ্ছে সেটার জন্য কাটা হচ্ছে এখানে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই।।
4.আমরা আবার নেক্সট উইথড্র কবে লাগাতে পারবো ???
প্রথমত বলে রাখি কম্পানি এখন নিউ অবস্থায় এবং কোম্পানির তেমনভাবে কোন প্রফিট হয়নি তাই কম্পানির পেমেন্টের একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করতে প্রবলেম হচ্ছে।। কিন্তু কোম্পানি যখন 1-2 মাসের পুরনো হয়ে যাবে তখন একটা সঠিক টাইম অনুযায়ী সবাই পেমেন্ট পাবেন ।।
উইথড্রো অপশন আবার খোলা হবে সেটা গ্রুপের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন ।।
এই গ্রুপে এন্টার হন
https://chat.whatsapp.com/H7L6vHxNBRx2ugfKxoL4am
(only for bangali user)
5.উইথড্রো নিতে গেলে আমাকে সঠিক কি করতে হবে ??
আপনি আগে আপনার প্রোফাইলটা ঠিক করবেন।।। প্রোফাইলে বিকাশ নাম্বারটা বসিয়ে আসবেন ।।
এবং ওখানে ব্যাংকের যে সমস্ত ডিটেলস গুলো চাইছে ওগুলো ইন্ডিয়ানদের জন্য আপনারা ওই সমস্ত ঘর গুলিতে 000 অথবা no লিখে দিয়ে সাবমিট করবেন।
এবং তারপরে উইথড্র তে গিয়ে 300 টাকা লিখে সাবমিট করবেন ।।।
6.আমি 300 টাকা লিখে সাবমিট করে রেখেছি আরো কী কিছু করতে হবে ??? ।।
হ্যাঁ আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সাথে যোগাযোগ করুন+91 9382437290 অথবা এই গ্রুপে এন্টার করুন https://chat.whatsapp.com/H7L6vHxNBRx2ugfKxoL4am সেখানে হোয়াটসঅ্যাপের পার্সোনাল ইনবক্সে আপনার আইডি নাম্বার এবং টোটাল টিম + ডাইরেক্ট টিমের একটি স্ক্রিনসট পাঠিয়ে দিবেন ।।

0 Comments